স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির সাবেক সভাপতি জহর লাল দাশের মৃত্যুতে সমিতির কার্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সমিতির সহ-সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক ননীগোপাল দাশের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- কাজী আব্দুল কাইয়ূম, সুভাষ চন্দ্র দাশ, আব্দযুল মোতাক্কাবির রাজ্জাক, আব্দুল মালেক, চন্দন কুমার মল্লিক, নির্ধন দাস, আরাধন দাশ, আব্দুর রাজ্জাক, মাসুক চৌধুরী, নুরুল হুদা চৌধুরী, জগদীশ দাশ নান্টু, পবিত্র কুমার দাশ, এএম রকিব জালাল, শামছুল মিয়া, আব্দুল হাই ও সুমন দাশ প্রমূখ। গত ২৭ সেপ্টেম্বর সকাল ১১ টার সময় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে জহর লাল দাশ মৃত্যুবরণ করেন। সমিতির সাধারণ সম্পাদক রজব কান্তি চৌধুরী শিটন অসুস্থ থাকায় সভা পরিচালনা করেন ননীগোপাল দাশ। শোক সভায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।