স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৈষম্য বিরোধী সার্ভেয়িং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী বাস্তবায়ন পরিষদের উদ্যোগে বিক্ষোভ, মানববন্ধন, কর্মবিরতি পালিত হয়।
গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কালেক্টরেট ভবনের সামনে সার্ভেয়ার মোহাম্মদ মানিক মিয়ার সভাপতিত্বে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন মোহাম্মদ মানিক মিয়া, মোঃ হাবিবুর রহমান, শহীদুল ইসলাম, মো. মনিরুজ্জামান প্রমূখ। বক্তারা বলেন, স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কারিগরি শিক্ষার অবমূল্যায়ন মানিনা। অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ন্যায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার/সমমানের পদে কর্মরতদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করবে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ।