রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি ভারতে প্রবেশের চেষ্টাকালে মাধবপুর সীমান্তে আটক ৫ নবীগঞ্জের পলাতক আসামী রোমান আহমেদ গ্রেফতার জেলা শ্রমিক দলের সাথে মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিব ॥ এখনো ফ্যাসিষ্ট হাসিনার দোসররা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া অনলাইনে সাংবাদিক কর্মশালায় বক্তারা ॥ বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ পাচ্ছেন তৃণমূল জনগোষ্ঠী শচীন্দ্র কলেজে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে থেমে থেমে চলছে বৃষ্টি থাকতে পারে আরও সাত দিন চুনারুঘাটে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সাঃ) মাহফিল বানিয়াচঙ্গে নিহত ও আহতদের পরিবারকে প্রবাসী জাতীয়তাবাদী পরিবারের সহায়তা শহরে ঘন ঘন ডাকাতি চুরির ঘটনায় আতংক

নবীগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে হামলায় একই পরিবারের আহত ৩ ॥ সেনাবাহিনীর বরাবরে অভিযোগ দায়ের

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় আহতদের একজনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা যায়, কুর্শি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সামাল উল্লাহ (৫৫) তার বাড়িতে একটি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তার দোকান থেকে একই গ্রামের মৃত বারিক উল্লার পুত্র আবুল হোসেন (৪৫) বাকীতে মাল নেন। বকেয়া মাত্র ৬০ টাকা চাইতে গিয়ে গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সামাল উল্লাহ ও আবুল হোসেনের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আবুল হোসেন ও তার লোকজন সামাল উল্লাহর উপর অতর্কিতে হামলা চালায়। সামাল উল্লাহর আর্তচিৎকারে তার স্ত্রী আফিয়া বেগম (৪৫) ও ছেলে সজল উল্লাহ (৩১) এগিয়ে আসলে তাদের উপর হামলা চালানো হয়। এতে তারা ৩জনই আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় সজল উল্লাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গুরুতর আহত সামাল উল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ হামলার ঘটনায় ওই পরিবারের লোকজন আতংকে দিনযাপন করছেন। ২৮ সেপ্টেম্বর বানিয়াচং সেনা বাহিনীর ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত সামাল উল্লাহ বলেন, হামলাকারী আবুল হোসেন তার ছেলে আকলু মিয়া, সহযোগী সাহিদ, মুজিব গংদের অত্যাচারে তারা অতিষ্ঠ। আইনশৃঙ্খলা বাহিনীর নিকট তিনি সুবিচার চান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com