প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ প্রেসক্লাব এর কার্য নির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি এম এ আহমদ আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, নির্বাহী সদস্য ফখরুল আহসান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, মোঃ সরওয়ার শিকদার, শাহ্ সুলতান আহমদ, এম. মুজিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামীম প্রমুখ।
সভায় নির্বাহী কমিটির সদস্য মোঃ আশাহিদ আলী আশা গতকাল রবিবার গুরুত্বপূর্ণ একটি সরকারী মতবিনিময় সভায় সাংবাদিকতার নীতিমালা লঙ্গন, সংগঠনের শৃংখলা ভঙ্গ, ক্লাবের স্বার্থ বিরোধী কর্মকান্ড, প্রেসক্লাবের গৌরব হানিকর ও নৈতিকতা বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে তার বিরুদ্ধে গঠনতন্ত্রের ১১ ধারার (খ) উপধারা মোতাবেক তাকে নবীগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয় এবং কেন তাকে সাধারণ সদস্য পদ থেকে চুড়ান্তভাবে অব্যাহতি দেয়া হবে না এই মর্মে আগামী ৭ দিনের সময় দিয়ে নোটিশ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।