স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার গাজীপুর কসনা গ্রামে বুলেট খেয়ে তাপস দাস (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের উমেন্দ্র দাসের পুত্র। গতকাল রবিবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে ঘরে থাকা বুলেট খেয়ে ফেলে সে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।