স্টাফ রিপোর্টার ॥ “পর্যটন শান্তির সোপান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে নিমতলা থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রভাংশু সোম মহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব প্রিয়াংকা পাল, মেডিকেল অফিসার ডাঃ সানজিদ জামান আদনানসহ বিভিন্ন শ্রেনীর পেশার নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ পর্যটন শিল্পের জন্য একটি সম্ভাবনায় দেশ। আমাদের এই পর্যটন শিল্পকে আরো বিকশিত করার লক্ষে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরণের ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।