এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী হত্যা মামলার প্রধান আসামী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক হাবিবুর রহমান হাবিব জামিনে মুক্তি লাভ করেছেন। গতকাল তিনি হবিগঞ্জ কারাগার থেকে মুক্তি লাভ করেন। কারা মুক্তির পর গতকাল নেতাকর্মীরা শুভাযাত্রা সহকারে হাবিবকে নিয়ে শহরে প্রবেশ করে। গত সপ্তাহে ছাত্রলীগ নেতা নুরুল আমিন একই মামলায় জামিন লাভ করেন।
এদিকে গত ২৬ আগস্ট এজহারভুক্ত ১৫ জন ছাড়াও শহরের আঞ্জবকে যুক্ত করে ১৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা সৈয়দ সাজিদুল হক। পরে শুনানী শেষে বিজ্ঞ আদালত চার্জশীট মঞ্জুর করেন।
পুলিশ ও আদালত সূত্র জানায়, গত ২৪ ফেব্র“য়ারী নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে প্রতিপক্ষের হামলা ও সংঘর্ষে আহত হন ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী। ২৮ ফেব্র“য়ারী ঢাকার এ্যপোলো হাসাপাতালে চিকিৎসাধীনবস্থায় মারা যান হেভেন। এ ঘটনায় শহরের হেভেন চৌধুরীর পিতা মকবুল হোসেন চৌধুরী বাদী হয়ে ২ মার্চ উপজেলা ছাত্রলীগের তৎকালীন আহবায়ক হাবিবুর রহমান হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। এ ঘটনায় বিলুপ্ত করা হয় উপজেলা ছাত্রলীগের কমিটি। বহিস্কার করা হয় আহ্বায়ক হাবিবসহ ৭জনকে। ১২ মার্চ হাইকোর্ট থেকে ৬মাসের জামিন লোভ করেন হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক খোর্শেদ আলম মফিজ। পরে আপিল বিভাগ আসামীদের জামিন বাতিল করেন। ফলে ১৭ এপ্রিল ঢাকার কাকরাইল এলাকা থেকে গ্রেপ্তার হন হাবিবুর রহমান হাবিব। মামলার আরজি, পুলিশ প্রতিবেদন, প্রত্যক্ষদর্শী বিবরণ নিয়ে ধু¤্রজাল তৈরী হয়। পরে সিআইডির ওসি সৈয়দ সাজিদুল হক ১৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।
জামিনে মুক্ত ছাত্রলীগের সাবেক আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, হেভেন চৌধুরী হত্যাকান্ডের প্রকৃত ঘটনা শহরের লোকজন অবগত রয়েছেন। সংঘর্ষের সময় আমি ঘটনাস্থলেই ছিলামনা। পুলিশ আমাকে খবর দিয়ে ঘটনাস্থলে নেয়। আমি ষড়যন্ত্র ও হয়রানীর শিকার। আদালতে ন্যায় বিচারের আশাবাদ ব্যক্ত করেন তিনি।