নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সিএনজি চোর চক্রের হোতা পলাতক আসামী আরজুকে গ্রেফতার করেছে পুলিশ। সে দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের উমদা মিয়ার ছেলে। গত রবিবার রাতে
নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার ফাঁড়ি পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গেল বছরের মাঝামাঝিতে বিভিন্ন সময়ে মৌলভীবাজার শহর থেকে আরজুসহ একদল চোর দু’টি সিএনজি চুরি করে পালিয়ে যায়। এব্যাপারে আরজু মিয়াসহ ৫/৬ জনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন মৌলভীবাজারের দক্ষিণ কলিমাবাদ গ্রামের শামীম আহমদ দিলু। মামলা দায়েরের পর থেকেই আরজু মিয়া পলাতক থাকায় মৌলভীবাজার জেলার বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এরই প্রেক্ষিতে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির ইনর্চাজ কামাল আহমদ’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে তাকে গ্রেফতার করেন।