সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

নবীগঞ্জে পারিবারিক কলহের জের ॥ স্বামীকে দুধের সাথে বিষপান করিয়ে হত্যার চেষ্টা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পারিবারিক কলহের জের ধরে নবীগঞ্জে এক গৃহবধু তার স্বামীকে বিষপান করিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিষাক্রান্ত আকলিছ মিয়া (৩২) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। সে নবীগঞ্জ উপজেলার পশ্চিম তিমিরপুর গ্রামের মুক্তিযোদ্ধা মৃত ফটিক উল্লাহর ছেলে।
আকলিছ মিয়ার ভাই ফজলু মিয়া জানান, ১০/১২ দিন পূর্বে পারিবারিক বিষয় নিয়ে স্বামী ফটিক মিয়ার সাথে স্ত্রী শেফা বেগমের ঝগড়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে শেফা ৩ ছেলে-মেয়েকে রেখে পিত্রালয় গুজাখাইর গ্রামে চলে যায়। গত রবিবার আকলিছ মিয়া ছেলে-মেয়ে নিয়ে স্ত্রীকে আনতে শ্বশুরালয়ে যায়। কিন্তু শেফা না আসায় ছেলে-মেয়ে নিয়ে আকলিছ মিয়া বাড়ি ফিরে আসে। এদিকে গতকাল সকালে শেফা ফোন করে স্বামী আকলিছ মিয়াকে বাড়ি নিয়ে যায়। সেখানে আলাপচারিতার এক পর্যায়ে স্বামীকে এক গ্লাস দুধ পান করতে দেয় শেফা। ওই দুধ পান করার পর পরই আকলিছ মিয়া অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে স্থানীয় লোকজন তাকে প্রথমে নবীগঞ্জ ও পরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com