মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের রাজন মিয়ার (২১) মৃত্যু নিয়ে ধ্রুমজাল ও রহস্যের সৃষ্টি হয়েছে। তার মৃত্যুর ঘটনাটি হত্যা নাকি সড়ক দুর্ঘটনা। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা ঝড় বইছে। গত (১৮ সেপ্টেম্বর) বুধবার রাত অনুমান ১২ টার সময় তার মৃত্যু হয়। রাজন মিয়া সুজাপুর গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র। রাজন মিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, রাজন মিয়া তার বড় ভাই মগল মিয়ার লিজকৃত নতুন বাজারে ফিসারিতে কাজ করত। রাজন মিয়ার সাথে একই গ্রামের জনৈক্য ব্যক্তির টাকা নিয়ে বিরোধ ছিল। যা এক মাস পূর্বে গ্রাম্য সালিশ বিচারের মাধ্যমে সমাধান করা হয়। ঘটনার দিন রাতে ১০ টার সময় কয়েকজন লোক ২টি মোটরসাইকেল নিয়ে রাজনের খোঁজে তার বাড়িতে যায়। তাকে বাড়িতে না পেয়ে তার খোঁজে নতুন বাজার ফিশারিতে গিয়ে তাকে সাথে নিয়ে নবীগঞ্জ বাজারে যায়। পরে নবীগঞ্জ বাজারে এসে তারা হোটেলে রাতের খাবার খায়। রাতের খাবার শেষে তারা নতুন বাজার যাওয়ার জন্য মোটরসাইকেল যোগে রওনা হয়। নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের পৌর এলাকার শান্তি পাড়া এলাকায় রাজন মিয়াকে স্থানীয় লোকজন দেখতে পেয়ে রক্তাক্ত অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজনের পরিবারের লোকজনের দাবী এটা পরিকল্পিত একটি হত্যাকান্ড। এ সময় এসব কথা বলতে বলতে রাজনের স্ত্রী নিশি বেগম তার অবুঝ ২ শিশুকে খুলে নিয়ে বার বার কান্নায় ভেঙ্গে পরেন এবং তার স্বামীর হত্যাকান্ডের বিচার দাবি করেন। রাজনের মা এবং তার স্ত্রী সঠিক তদন্তের মাধ্যমে এর সুষ্ঠ বিচার এর দাবী করেন।