শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

হবিগঞ্জে পিডিবি’র উপ-সহকারী প্রকৌশলীর বদলী আদেশ পুনঃবিবেচনার দাবিতে শহরে মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হবিগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো) কর্মরত উপ-সহকারী প্রকৌশলী চাঁদনী আক্তারের বদলীর আদেশ পুনঃ বিবেচনার জন্য মানববন্ধন করেছে পিডিবির আওতাধীন গ্রাহক সেবা সনম্বয় কমিটি। গতকাল সোমবার দুপুরে শহরের পিডিবির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কমরেড পিযুস চক্রবর্তীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ব্যাকসের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শাহবাজ চৌধুরী, ব্যবসায়ী নেতা আব্দুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল ফজল, সাবেক কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, ক্রীড়া সংগঠক ইব্রাহিম খলিল সোহেল প্রমুখ। মানববন্ধনে কয়েক শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, উপ-সহকারী প্রকৌশলী চাঁদনী আক্তার, সরকারের রাজস্ব আদায়, অবৈধ বিদ্যুৎ চুরি রোধসহ পিডিবির গ্রাহকদের অত্যন্ত আন্তরিকতার সাথে সেবা দিয়ে থাকেন। তিনি যোগদানের পরে সাধারণ মানুষ তাদের কাংখিত সেবা পাচ্ছে। তারা আরও বলেন, সাধারণ মানুষের ধারণা ছিল কিছু কিছু সরকারী অফিসে ভোগান্তি হয়, কিন্তু এই নারী কর্মকর্তার কাছে যারাই গেছেন তারা সেবা পেয়ে সন্তোষ্ট হয়েছেন। আমাদের জানামতে তিনি স্বচ্ছতার সাথে মানুষকে সেবা দিয়ে থাকেন। একজন সরকারী কর্মকর্তা হিসেবে বদলী হবেন এটা স্বাভাবিক বিষয়, তবে আমরা সাধারণ গ্রাহক হিসেবে মনে করি তার বদলীর আদেশ পুনঃ বিবেচনার দাবী জানাই। এছাড়া যারা মাস্টার রোলে কর্মরত আছে তাদের চাকুরী স্থায়ীকরণের দাবি জানানো হয়। এছাড়াও বক্তব্য রাখেন- ব্যবসায়ী অভিনাশ রায়, হাফিজুর রহমান শান্ত, মোঃ শামিম, নোমান আহমেদ, মোঃ আব্দুল সত্তার, শফিকুল আলম লিটন, আজমান আহমেদ, মহরম আলী, মানিক মিয়া, জসিম উদ্দিন, কাজল চক্রবর্তী, মোঃ কামাল মিয়া, মোঃ আবু শ্যামা, লিটন ঋষি, শহিদ মিয়া, পলি রাণী, ইউনুস মিয়া, আব্দুল আজিজ, আহাদ মিয়া, নিকিলেশ দত্ত প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com