মাধবপুর প্রতিনিধি ॥ ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬ বাংলাদেশি রাজমিস্ত্রি যুবককে আটক করেছে ধর্মঘর সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। গতকাল রোববার সকাল ধর্মঘর সীমান্ত সন্তোষ নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের মরাপাগলা গ্রামের দুলাল মিয়া (৩০) একই জেলার চাকপাড়া গ্রামের রাসেল মিয়া (২০) চুনাপুঁটি গ্রামের আব্দুল বারি (২১) একই গ্রামের আব্দুল হালিম(১৯) চাকপাড়া গ্রামের শাহাদত হোসেন(১৯) গুনটুলা গ্রামের তুষার আলী (১৭)। ২৫: বিজিবি ধর্মঘর কোম্পানি কমান্ডার মাসুদ আলম সত্যতা নিশ্চিত করে আটককৃতরা কিছুদিন আগে ভারতে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। আবার অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের মাধবপুর থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।