নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের প্রাইমারী স্কুল শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরীর মাতা সামসুন নেহার চৌধুরী গতকাল সাড়ে ১১টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫। তিনি ৪পুত্র, ৩কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বিকাল সাড়ে ৫টায় নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন শাহী ঈদগাও প্রাঙ্গণে জানাজার নামাযে অংশ নেন উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলহাজ্ব ফয়জুল হক চৌধুরী, ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আঃ রউপ, ছালেহ আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান সেফু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাব্বির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান, ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোশাহিদ আলম মুরাদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপিত আব্দুস সালাম, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম রব্বানী, যুগ্ম সম্পাদক রুবেল মিয়া, সাংবাদিক আলমগীর মিয়া প্রমুখ।