স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ভেজাল মসল্লায় সয়লাব। প্রতারিত হচ্ছেন ক্রেতারা। আর এসব মসলার রান্না খেয়ে বিভিন্ন রোগ বালাই দেখা দিচ্ছে।
জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে অবাধে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে ভেজাল মসল্লা। মসল্লাগুলোর প্যাকেটে নেই মেয়াদ আবার কোন কোন প্যাকেট মেয়াদোত্তীর্ণ। অভিযোগ রয়েছে ইটের গুড়ো মিশিয়ে এসব মসল্লা বিক্রি করা হচ্ছে দেদারছে। সরজমিনে গিয়ে দেখা যায়, দাউদনগর বাজার, ড্রাইভার বাজার, পুরান বাজারসহ বিভিন্ন বাজারে খোলা আকাশের নিচে অসাধু ব্যবসায়ীরা এসব মসল্লা বিক্রি করছে। অনেকেই মূল্য কম থাকায় ব্যবহার করছেন অনেকেই। এ বিষয়ে সচেতন মহল সেনাবাহিনীসহ প্রশাসনের বাজার মনিটরিং এর দাবি এবং ভেজাল মসল্লা সরবরাহকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।