স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালকে প্রধান আসামী করে ১১৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামের মো. ইয়াকুব আলীর পুত্র আতাউর রহমান হৃদয় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন ভূইয়া সাথে সাথে রুজু করে এসআই জহিরুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেন। মামলার অন্যান্য আসামীরা হলেন- শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. ছালেক মিয়া, ৮নং শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান বুলবুল খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, ইসহাক আলী সেবন, মাসুদউজ্জামান মাসুক, আবুল কাশেম শিবলু, হুমায়ুন কবির সৈকত, ইউপি চেয়ারম্যান হোসাইন মো. আদিল জজ মিয়া, আব্দুল মুকিদ, ফজল উদ্দিন তালুকদার, খায়রুল আলম, আব্বাস উদ্দিন তালুকদার, কাউন্সিলর আবু তাহির, প্রসেনজিত দেব, কামরুজ্জামান আল রিয়াদ, সাখাওয়াত হোসেন টিটু, মাসুক মিয়া ভান্ডারি, ড. অসিত রঞ্জন দাশ মন্টু, প্রতাপ রায়সহ অজ্ঞাত আরো ১৫০/২০০ জনকে আসামী করা হয়েছে। জানা যায়, গত ৪ আগস্ট শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর, মোটর সাইকেলে অগ্নিসংযোগসহ অনেক ছাত্র গুরুতর আহত হয়।
অফিসার ইনচার্জ মোবারক হোসেন ভূইয়া জানিয়েছেন, যেহেতু মামলাটি রুজু হয়েছে, তাই আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।