স্টাফ রিপোর্টার ॥ পিলখানা হত্যাকান্ডের ঘটনায় বিজিবি’র চাকুরীচ্যুত সাবেক সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ৮ দফা দাবীতে হবিগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। গতকাল বুধবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসকের কাযার্লয়ের সামনে নিমতলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে পিলখানা বিডিআরের মহাপরিচালক শাকিল সহ ৫৭ হত্যাকান্ড, ১৩ বছর জেল খাটার পরও জামিনে মুক্তি না পাওয়া, বিনা বিচারে জেল খাটা, চাকুরীতে পূর্নবাহাল সহ ৮ দফা দাবী বাস্তবায়নে উপদেষ্টা বরাবরে হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে বিজিবি’র চাকুরীচ্যুত সাবেক সদস্য ও তাদের পরিবারের সদস্যদের পক্ষে বিডিআরের সাবেক হাবিলদার জমশেদ আলী।