আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে স্টেডিয়াম মাঠ রক্ষার দাবীতে ‘আমরা মাধবপুরবাসীর উদ্যোগে গতকাল সোমবার সকালে মাধবপুর উপজেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে ‘আমরা মাধবপুরবাসীর’ পক্ষে জেলা প্রশাসক বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলা গেইটের সামনে আমরা মাধবপুরবাসীর উদ্যোগে ছাত্র, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, খেলোয়ারসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ স্টেডিয়াম মাঠ রক্ষার দাবীতে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহণকারীরা পৌরসভা কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে মাঠ ফিরিয়ে দেওয়ার দাবী জানান। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কাউছার মোল্লা, এরশাদ আলী, জামাল উদ্দিন, রনি পাঠান, শান্ত খান, বিপ্লব খান, আমানউল্লাহ, পাবেল খান, শাহ মোঃ জয়নাল, জিয়াউর রহমান প্রমুখ। বক্তারা স্টেডিয়াম সংলগ্ন সরকারী ভূমি উপজেলা পরিষদের মাধ্যমে পৌরসভাকে পৌরভবন নির্মাণের জন্য নামমাত্র মূলে দলিল করে দেয়ার তীব্র বিরোধীতা করে এই ভূমি স্টেডিয়াম নির্মাণের জন্য ফেরত দিতে পৌর কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান। উল্লেখ্য যে, মাধবপুর উপজেলা সদরের স্টেডিয়াম মাঠ সংলগ্ন ৬০ শতক সরকারী ভূমি কিছু দিন পূর্বে ৩৬ লাখ টাকায় উপজেলা পরিষদ পৌরপরিষদকে ভবন নির্মানের জন্য রেজিষ্ট্রি দলিল করে দেন। এ ব্যাপারে মাধবপুরের পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা জানান, পৌরভবন নির্মানের জন্য উপজেলা পরিষদের সঙ্গে কথা বললে উপজেলা পরিষদ বিনা মূল্যেই আমাদেরকে ভূমি দিতে আগ্রহ প্রকাশ করেন। কিন্তু উপজেলা পরিষদের ভূমি পৌর পরিষদকে বিনামূল্যে প্রদানের বিধান না থাকায় পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারী মূল্যে ওই ভূমিটি পৌর ভবন নির্মাণের জন্য খরিদ করা হয়েছে। তিনি আরো জানান, স্টেডিয়াম সীমানা থেকে ২৫ ফুট বাদ দিয়ে পৌরসভার জন্য ৬০ শতক ভূমি খরিদ করা হয়েছে। এ ভূমি পুনরায় স্টেডিয়ামকে ফেরত দেওয়া সম্ভব নয়।