স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলায় দুইদলের ভয়াবহ সংঘর্ষের প্রস্তুতি সারা জলসুখা গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা যায়, জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফয়েজ আহমেদ খেলু মিয়া ও একই এলাকার সাবেক চেয়ারম্যান প্রার্থী আওলাদ মিয়ার দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। কয়েক দিন আগেও ফেইসবুকের স্ট্যাটাসকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
আহতদের ঘা শুকাতে না শুকাতেই আবার হয়েছে, ভয়াবহ সংঘর্ষের প্রস্তুতি উভয়পক্ষই দেশীয় অস্ত্র মজুদ রেখেছে এবং মিটিং করে জনবল ও প্রস্তুত করা হয়েছে। এই পরিস্থিতিতে সারা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং এলাকার সাধারণ মানুষ প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছে। এই নিয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ডালিম আহমেদ জানান, উভয়পক্ষের পূর্বে থেকে জমি ও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। তবে বিষয়টি উপজেলা পরিষদের বসে সমাধান হয়েছে বলে জানা গেছে।