বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুটি হত্যা মামলায় সাবেক মেয়র সেলিম কারাগারে হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় কিবরিয়া ব্রিজ এলাকায় “মকসুদ-ফজিলা প্লাজা” মাকের্টের সামনে অবৈধভাবে উচু দেয়াল নির্মাণের অভিযোগ শায়েস্তাগঞ্জে ভেজাল মসলায় সয়লাব ॥ প্রতারিত ক্রেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষেরঘটনায় শায়েস্তাগঞ্জে ১১৬ জনের নামে আরও একটি মামলা দায়ের ঝাঁকঝমকপূর্ণ অনুষ্ঠানে দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশনের শুভ উদ্বোধন পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও চাকুরী পূনর্বহালের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন মাধবপুরে বিএনপির সভা দীঘলবাকের বিভিন্ন বাজারে বর্জ্য ব্যবস্থাপনায় শেভরনের সহায়তা নবীগঞ্জে স্বামীর লাথিতে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু ॥ ঘাতক মাহমুদ আটক

হামলা-লুটপাটের ঘটনার ১০ বছর পর নবীগঞ্জে আ.লীগের ২৬ নেতার বিরুদ্ধে জামায়েত নেতার মামলা

  • আপডেট টাইম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে আমৃত্যু কারাদণ্ড দেয়া রায়ে প্রতিবাদে নবীগঞ্জে জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতার শান্তিপূর্ন মিছিলে হামলা ও দোকানপাঠ লুটপাটের ঘটনার ১০ বছর পর নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাকে প্রধান আসামী করে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) নবীগঞ্জ থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর ইউনিয়নের সভাপতি শাহ মো. আলাউদ্দিন বাদী হয়ে মামলা নং ১১ দায়ের করেন। মামলার আসামীরা হলেন- নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা (৪৫), উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী (৪৭), হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী (৪৯), উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুল (৫৩), নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী (৪০), পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম রায় (৪৮), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল (৪৮), পৌর আওয়ামী লীগ নেতা প্রমথ চক্রবর্তী বেনু (৫০), উমরপুর গ্রামের জগত সিং (৩৮), নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোজাহিদ আহমদ (৫৫), আদিত্যপুর গ্রামের অসীম শীল (৩০), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান কাজল (৪৮), হলিমপুর গ্রামের মানিক দাশ (৩৫), গুমগুমিয়া গ্রামের নিরাপদ দাশ (৩৮), কুর্মি গ্রামের জয়নাল মিয়া (৫৫), পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবলু আহমেদ (৩৩), তিমিরপুর গ্রামের বেলাল তালুকদার (৩২), নবীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দাল করিম (৪৭), আওয়ামী লীগ নেতা সন্তোষ দাশ (৪৯), কালাভরপুর গ্রামের খোকন মিয়া চৌধুরী (৪৬), গুমগুমিয়া গ্রামের দিপ্রজিত দাশ ঝনা (৪৫), গয়াহরি গ্রামের অনন্ত দাশ (৩৭), নবীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী (৪৩), সাবেক ছাত্রলীগ নেতা কুর্শি গ্রামের তুহিন চৌধুরী (৩৭), সাবেক ছাত্রলীগ নেতা পারভেজ চৌধুরী ফয়েজ (৩০), বড় শাখোয়া গ্রামের বিজয় দাশ (৪৩)। মামলায় অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জনকে আসামী করা হয়েছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়- ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে দোষীসাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। উক্ত রায়ে প্রতিবাদে নবীগঞ্জে জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতার শান্তিপূর্ন মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শুরু হওয়ার পর আসামী আলমগীর চৌধুরী নেতৃত্বে আওয়ামীলীগের নেতাকর্মীরা পিস্তল, শর্টগানসহ দেশীয় দাঁড়ালো অস্ত্রশস্ত্রসহ মিছিলে হামলা চালায়। হামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা শাহ মো. আলাউদ্দিন, সুবিন চৌধুরী, সাকিন আহমদ, নাজমুল ইসলাম, ডাঃ আবুল কালাম আজাদ, আব্দুল মুকিত পাঠান, সাইদুল হক চৌধুরীসহ অনেকেই গুরুতর আহত হন। এ সময় সাইদুল হক চৌধুরীর মালিকানাধীন রেনেসাঁ ফ্যাশন, রেনেসা অফসেট, স্বাদ এন্ড কোং ভাংচুর লুটপাট ও ২টি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলা, ভাংচুর লুটপাটের ঘটনার ১০ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর ইউনিয়নের সভাপতি শাহ মোঃ আলাউদ্দিন বাদী হয়ে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাকে প্রধান আসামী করে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে এজাহার দাখিল করেন। পরে নবীগঞ্জ থানায় মামলা নং ১১ রুজু করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন- এসআই মো. সুমন মিয়াকে মামলার তদন্ত করার দায়িত্ব দেয়া হয়েছে, জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com