রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

গণবিপ্লবের মাধ্যমে আমরা মুক্ত হয়েছি-অলিউল্লাহ নোমান ॥ নির্বাসিত সাংবাদিক অলিউল্লাহ নোমানকে চুনারুঘাটে সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ নির্বাসিত দেশ বরণ্যের সাংবাদিক দৈনিক আমার দেশের বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমানকে চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টায় চুনারুঘাট উপজেলা সভাকক্ষে উক্ত সংবর্ধনা ও কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সদস্য আলমগীর হোসেনে তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন-চুনারুঘাট উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দীন সামসু, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ হারুনূর রশিদ চৌধুরী, শানখলা ইউপি চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আ স ম কামরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল করিম সরকার, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি রুকন উদ্দিন লস্কর. প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ খান, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি জামাল হোসেন লিটন, সাবেক সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সহ-সভপতি হাসান আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক ফারুক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাব সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ আলম, সমকাল প্রতিনিধি নূর উদ্দিন সুমন, সাংবাদিক আবদুল হাই প্রিন্স, এডভোকেট খলিলুর রহমান, সাংবাদিক মোঃ শাজাহান মিয়া, সাজিদুল ইসলাম, জসিম মিয়া, নোমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রসঙ্গ, দৈনিক আমার দেশের বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমান, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের কৃতি সন্তান। তিনি প্রায় একযুগ আগে সরকারের রোষানলে পড়ে দেশ ত্যাগ করেন। একযুগ পর তিনি দেশে ফিরলে সাংবাদিকরা তাকে সংবর্ধনা প্রদান করে। সভায় প্রধান অতিথি অলিউল্লাহ নোমান বলেন, আমরা ১৫ বছরে সম্মিলিত যে সংগ্রাম করেছি, তা অন্য কেউ করতে পারেনি, আমারা সংগ্রাম করতে গিয়ে আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে একসাথে কাজ করার আহবান জানান। হাসিনার আমলে এক ব্যক্তির হাতে সব ছিল, এক ব্যক্তির কথায় সবকিছু চলতো, আইন বিভাগ বিচার বিভাগসহ সমস্ত কিছু ছিল এক ব্যক্তির হাতে। তার ইচ্ছামতো রায় হতো। এক ব্যক্তির ইচ্ছামতো সংসদ সদস্য হতেন, তার নেতারা বলতেন, মাননীয় প্রধানমন্ত্রীর এটি চেয়েছেন, এটি তার ইচ্ছা এটি এভাবে হবে, সেটি এভাবে হবে। এক ব্যক্তির ইচ্ছা ছাড়া দেশে কোন কিছু হতো। আজ ছাত্রজনতার গণ বিল্পবের মাধ্যমে আমরা মুক্ত হয়েছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com