স্টাফ রিপোর্টার ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ ফেরদৌস বলেছেন, নারীরা এগিয়ে গেলে পরিবার, সমাজ ও রাষ্ট্র এগিয়ে যায়। নারীদের পেছনে রেখে সমাজ এগিয়ে নেওয়া কঠিন। গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এদিন দুপুরে উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ ফেরদৌসকে স্বাগত জানান ওই কলেজের গভর্নিং বডির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা, কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
ক্যাম্পাসের সৌন্দর্যসহ সার্বিক পরিবেশ দেখে উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ ফেরদৌস সন্তোষ প্রকাশ করেন। হবিগঞ্জের দক্ষিণাঞ্চলে নারীদের উচ্চ শিক্ষার স্বতন্ত্র প্রতিষ্ঠানের দ্বার উন্মোচন করতে জহুর চান বিবি মহিলা কলেজে অনার্সসহ ডিগ্রি কোর্স চালুর যৌক্তিকতা তুলে ধরেন শিক্ষার্থী ও শিক্ষকরা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবিরের প্রশংসা করে ছাত্রীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। কলেজে দ্রুত ডিগ্রি কোর্স চালুর আশ্বাস প্রদান করেন তিনি।