রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

হবিগঞ্জে বৈষম্য বিরোধী দু’গ্রুপের উত্তেজনা ॥ চেয়ার ভাংচুর

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পৃথক স্থানে মতবিনিময় সভা আহবান করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় সভাস্থল সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে চেয়ার ভাংচুর করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে বৈষম্য বিরোধী কেন্দ্রীয় নেতারা পৌরসভা মাঠে সভা করার সিদ্ধান্ত দেন।
জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সুসংগঠিত করে দেশ গঠনে শিক্ষার্থীদের অংশীদারিত্ব নিশ্চিত, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-জনতার মৈত্রী সফর উপলক্ষে মতবিনিময় সভা আহবান করা হয়। এ নিয়ে হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দু’টি ভাগে বিভক্ত হয়ে পড়েন। একপক্ষ সদর উপজেলা অডিটরিয়ামে এবং অপরপ সাইফুর রহমান টাউন হলে পৃথক সভা আহবান করে। দু’পক্ষ দুইটি স্থানে অবস্থান নেয়। এ সময় তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে একটি পক্ষ উপজেলা পরিষদ হলরুমে গিয়ে চেয়ার ভাংচুর করে। পরে সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে সমন্বয়ক হাসিবুল ইসলাম, আসদুল আল গালিব, সিলেট বিভাগীয় সমন্বয়ক আশরাফুল আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সমন্বয়ক আজাদ শিকদার দু’পক্ষে তৃতীয় স্থান হিসেবে পৌরসভা মাঠে সভা করার প্রস্তাব দেন। কিন্তু তাতে সায় দেয়নি আশরাফুল ইসলাম সুজন ও মাহাদী হাসানের নেতৃত্বে সদর উপজেলা পরিষদ হলরুমের আয়োজকরা। বরং বৈষম্য বিরোধী আন্দোলনের সকল কার্যক্রম স্থগিত করে এ থেকে সরে দাঁড়িয়ে যেকোন স্বৈরাচারের আবির্ভাব হলে তা রুখে দেয়ার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জের অন্যতম সমন্বয়ক মাহদী হাসান ও আশরাফুল ইসলাম সুজন। সমন্বয়ক মাহদী হাসান জানান, সভাস্থলে হামলা ভাংচুরের প্রতিবাদে তিনি এবং অপর সমন্বয়ক আশরাফুল ইসলাম সুজনসহ জেলার সকল উপজেলার শিক্ষার্থীরা হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় তারা হবিগঞ্জে সংগঠনের সকল কার্যক্রম স্থগিত করেছেন। তারা আরও বলেন, তবে যদি আবারও কোন স্বৈরাচারের আবির্ভাব হয় তবে তারা তা রুখে দেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com