স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে টিভি সাংবাদিকদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল রবিবার শেষ হয়েছে। দুপুরে স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস শীর্ষক কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, প্রকল্প পরিচালক মঞ্জুরুল আলম, তথ্য মন্ত্রণালয়ের প্রোগ্রাম অফিসার হাবিবুর রহমান, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক নজরুল ইসলাম, প্রশিক্ষক কায়েস চৌধুরী প্রমুখ। পরে কর্মশালায় অংশগ্রহণকারী হবিগঞ্জে কর্মরত বিভিন্ন টেলিভিশনের সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। কর্মশালায় টিভি ক্যামেরা ব্যবহার, সংবাদ পরিবেশনায় মাইক্রোফোনের ব্যবহার ও সম্পাদনা নিয়ে আলোচনা করা হয়।