স্টাফ রিপোর্টার ॥ গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে টমটম ব্যাটারী চার্জ করার সময় এক টমটম গ্যারেজ মালিককে ১ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রাত সাড়ে ৯ টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে শহরের মোহনপুর বাইপাস সড়কের পাশে মোহনপুর গ্রামের ছুরত আলীর পুত্র আব্দুল মান্নানের গ্যারেজে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে টমটম গ্যারেজ পরিচালনার অভিযোগে আব্দুল মান্নানকে ১ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদি হাসান। অভিযান পরিচালনাকালে এস.আই ইকবাল সহ বেঞ্চ সহকারী উপস্থিত ছিলেন।