মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে খুন করে টমটম ছিনতাইয়ের ঘটনায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে ৫ দালাল আটক মাধবপুরের ২ যুবক আশুলিয়ায় ৩২ কেজি গাঁজাসহ আটক ইউপি মেম্বারদের অপসারনের প্রক্রিয়ার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল মানববন্ধন মাধবপুরে ৬ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত ৩০ হাজার টাকা অর্থদন্ড সিলেটে বিএনপির যৌথসভায় জিকে গউছ ॥ জনগনের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে নবীগঞ্জে পৃথক স্থান থেকে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেপ্তার মাধবপুরে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিনের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা শায়েস্তাগঞ্জে সাজাপ্রাপ্ত মহিলা আসামী গ্রেপ্তার বানিয়াচংয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

সামাজিক সংগঠন স্বপ্ন সোসাইটির ৫ম বর্ষে পদার্পণে বিশিষ্টজনদের শুভেচ্ছা

  • আপডেট টাইম সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সুবিধাবঞ্চিত মানুষের পাশে আমরা এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় স্বপ্ন সোসাইটি সামাজিক সংগঠনের। এবার পা দিল ৫ম বর্ষে। এ উপলক্ষে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেইজে আলাদা আলাদা ভিডিও বার্তায় বিশিষ্টজনরা শুভেচ্ছা জানিয়েছেন। হবিগঞ্জের কৃতি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন চেয়ারম্যান (নাক কান গলা বিভাগ) অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার, বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ, সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ কামাল আহমদ, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ এর উপ-পরিচালক মোহাম্মদ মুনিরুজ্জামান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হুসাইন, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন, হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ এর খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্ঠা চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যাকস) এর সভাপতি শামছুল হুদা, বিশিষ্ট শিক্ষা অনুরাগী সৈয়দ এবাদুল হাসান, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর টিপু আহমেদ, স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলাম, সভাপতি ওলিউর রহমান কাফি, সাধারণ সম্পাদক আহরাজ উদ্দিন চৌধুরী সিয়ামসহ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ এক ভিডিও বার্তায় বলেন আমার হবিগঞ্জের এক ঝাঁক তরুণরা যে হবিগঞ্জের দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তা প্রশংসার দাবিদার। এসব কার্যক্রম যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে। আরেক ভিডিও বার্তায় অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার বলেন, আমি অনেক দিন ধরেই চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত আমি আনন্দিত যে হবিগঞ্জের স্বপ্ন সোসাইটির বেশি কিছু উদ্যমী তরুণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাাহ বলেন, সংগঠনটির শীতবস্ত্র অনুষ্ঠানে প্রতি বছরই আমি উপস্থিত থাকি, তাদের এসব কর্মকান্ড আমার মনে নাড়া দিয়েছে। দেশে ছাত্রদের ধারা যে পরিবর্তন হয়েছে আমি মনে করি স্বপ্ন সোসাইটির এই শিক্ষার্থীদের হাত ধরে হবিগঞ্জ আরো এগিয়ে যাবে। তাদের জন্য শুভ কামনা রইল। শুরুর লগ্ন থেকেই আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠনটি। শীতকালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন, ঈদে ঈদ বস্ত্র বিতরণ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণসহ সমাজের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত স্বপ্ন সোসাইটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com