স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে শহীদী মার্চ পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় শহরের বৃন্দাবন সরকারি কলেজ থেকে শুরু হয়ে পুরো শহরে প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীরা জড়ো হলে মিছিলে মিছিলে মুখরিত হয় শহীদ মিনার প্রাঙ্গন। এ সময় স্লোগান তুলে তারা এক সূরে বলেন, “আমার ভাইয়ের রক্ত বৃথা হতে দেবো না”।