নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামে সুহের মিয়ার বাড়ীতে কোরবাণীর গরুর মাংসে আল্লাহু নাম ভেসে উঠে। এই সংবাদে নবীগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হলে লোকজন এই টুকরোকে এক নজর দেখার জন্য ওই বাড়ীতে ভীড় জমায়। এটাকে মহান আল্লাহ তায়ালার কুদরত হিসেবেই আখ্যা দিয়েছেন উপস্থিত অনেকেই।
জানা যায়, গত বুধবার ঈদের দিন রাতে সুহেল মিয়ার বাড়ীতে রান্না করা কোরবাণীর মাংসে হঠাৎ একটি টুকরোর মধ্যে আল্লাহু লিখা নজরে আসে। পরে মাংসের টুকরোকে পানি দিয়ে ভাল করে ধোয়ার পর আরো স্পষ্ট ভাবে আরবীতে লিখা আল্লাহু নাম পাওয়া যায়।