প্রেস বিজ্ঞপ্তি ॥ হযরত শাহজালাল (রহ) এর ওরস শরীফ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফির ও সুন্নী সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল স্থানীয় আরডি হলে হবিগঞ্জ সুন্নীয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে উক্ত মিলাদ মাহফিল ও সমাবেশ অনুষ্টিত হয়।
সংগঠনের সভাপতি মুফতি আবু ছাফওয়ান মুহাম্মদ আশরাফুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও নির্বাহী মহাসচিব প্রভাষক আমিরুল ইসলাম রাহীম এর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান মেহমান ছিলেন পিপি এডঃ আকবর হোসেন জিতু। এতে বক্তব্য রাখেন মফিজুর রহমান, আল্লামা শহীদুল ইসলাম, মাওলানা মফিজুর রহমান, মুফতি বদরুল রেজা, মুফতি আবিদুল হক, হাফেজ ফজলুল হক, এডঃ সৈয়দ জাদিল উদ্দিন, ক্বারী জুবায়ের আহমেদ। নাতে রাসুল পাঠ করেন-মুফতি মাওলানা মনিরল ইসলাম মুরাদ। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মুফতি আশরাফুর ওয়াদুদ।