নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পৃথক সগক দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ১জনকে সিলেট ও ৫ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল ইনাতগঞ্জ, হবিগঞ্জ, আইনগাও মার্কুলি ও কাগাপাশা আঞ্চলিক সড়কগুলোতে দুর্ঘটনাগুলো ঘটে। দুর্ঘটনায় আহতের মধ্যে অর্পনা রানী দাশ (৪৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও তৃষ্ণা রানি দাশ (৫), নিজামুল ইসলাম (৩৫), মতিউর রহমান (৪০), শামীম আহমদ (২৮) ও পরিমল দাশ (৫৪)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।