স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে মালিক-শ্রমিকদের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। বাহুবল উপজেলা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক সমিতি নিয়ে দুটি গ্রুপ রয়েছে। বাহুবল উপজেলা সদরের সামনে অবস্থিত সিএনজি অটোরিকশার স্ট্যান্ড একটি পক্ষের দখলে রয়েছে। গতকাল বেলা ১ টার দিকে অপর পক্ষ স্ট্যান্ড দখলে আসলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। পরে স্থানীয় মুরুব্বীদের হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। প্রায় এ ঘন্টা স্থায়ী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছে।