স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরের আরএফএল কম্পোনীতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কর্মবিতরী পালন করেছেন শ্রমিকরা। গতকাল রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ কর্মবিরতি চলে। এক পর্যায়ে দু’পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘদিন ওই কোম্পানীর শ্রমিকরা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। কিন্তু কর্তৃপক্ষ আশ^াস দিয়ে আসছেন তাদের দাবি পূরণ করবেন। আদৌ দাবি দাওয়া পূরণ না করায় শ্রমিকরা কোম্পানীর ভিতরে কর্মবিরতী পালন করে। এ সময় দুইপক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যায় বিষয় মিমাংসা হলে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেন।