আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে পানিতে ডুবে দুই বোনের করুন মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলার বামৈ ইউনিয়নের বামৈ গ্রামে এ ঘটনা ঘটে। ওই দুই বোনের নাম পাখি আক্তার (৮) ও মাইশা আক্তার (৯) উভয়ই বামৈ পুর্বগ্রামের রমিজ মিয়ার কন্যা।
স্থানীয় সুত্রে যানা যায়, বাড়ির পাশ্বর্বতী পুকুরের গোসল করতে গেলে এক বোনকে পানিতে ডুবতে দেখে অপর বোন এগিয়ে আসলে উভয় পানিতে ডুবে যায়। পরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আমজাদ হুসেন ফুরক।