মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার সন্তানের বিবস্ত্রতা দেখে অসুস্থ পিতার মৃত্যু মাধবপুরে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার খোশ আমদেদ মাহে রমজান নবীগঞ্জে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন বাহুবলে অবৈধভাবে পরিচালিত দুই ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৬ আসামি গ্রেপ্তার বানিয়াচং সড়কের শুটকি ব্রিজে ডাকাতের কবলে দুই প্রবাসী বানিয়াচংয়ে ‘নাইন মার্ডার’ মামলার আসামী আ.লীগ নেতা রিয়াজ গ্রেফতার নবীগঞ্জে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সার্ভিসিং সেলের এইচ.আর নিযুক্ত হওয়ায় কামরুল ইসলামকে সংবর্ধনা শায়েস্তাগঞ্জের নুরপুর ইউনিয়ন যুবদলের ইফতার মাহফিল

সুলতানুল আউলিয়া হযরত রহমানপুরী (রাহঃ) মহাসম্মেলন অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৯৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলার আশাতলা স্নানঘাটে হযরত কিবলা বাবা রহমান পুরী (রহঃ) এর দগা শরীফ প্রাঙ্গনে ওরসে হযরত ক্বিবলা রহমানপুরী মহা সম্মেলন অনুষ্টিত হয়।
হযরত ক্বিবলা বাবা রহমানপুরী (রহঃ) সুযোগ্য উত্তরসূরী শাহজাদা বিশিষ্ট লেখক সৈয়দ আমিরুজ্জামান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সৈয়দ গাউছুজ্জামান, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মিজানুর রহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা সৈয়দ নোমান আজমী পীর, ও খেলাফত প্রাপ্ত শাহজাদা বাংলাদেশ তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদক হযরত শাহ সুফী শাহজাদা সৈয়দ মোঃ রায়হান শাহ্ (মাদ্দাজিল্লাহুল আলী) পীর এর যৌথ সভাপতিত্বে এর উদ্বোধন করেন সিলেট হযরত বাবা শাহ পরান (রাঃ) মাজার শরীফের মোতাওয়াল্লী হযরতুলহাজ্ব শাহ সূফী সৈয়দ মামুনুর রশীদ পীর।
সুলতানুল আউলিয়া হযরত ক্বিবলা মুফতি আজম রহমানপুরী (রাঃ) এর দ্বিতীয় পর্দা (বেছাল) দিবসের আয়োজন করে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, জাতীয় ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ, আঞ্জুমানে রহমানপুরী মিশন বাংলাদেশ, তরিকত নিশান বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন ও আঞ্জুমানে আশেকান হযরত রহমানপুরী বাংলাদেশ বাহুবল থানা শাখার যৌথ উদ্যোগে উক্ত মহাসম্মেলন অনুষ্টিত হয়। এতে বয়ান করেন-সৈয়দ ক্বারী মোহাম্মদ আরিফ বিল্লাহ রাব্বানী পটুয়াখালী, আল্লামা কুতুবুল আজিজ ঢাকা, আল্লামা মোহাম্মদ আলী ফারুকী ঢাকা, আল্লামা সাইফুল ইসলাম জালালী, মীর মোহাম্মদ আব্দুল আওয়াল বেলালী, সিরাজুল ইসলাম বেলালী, মোঃ নুরুল আলম, শাহজাদা সৈয়দ আহমদ উল্লাহ কামালী, নুরুল ইসলাম জিহাদী আল ফারুকী, শাহ আব্দুল্লাহ চিশতী মিনু, মোহাম্মদ ইউনুছ আনসারী আজমী আলক্বাদরী, জসিম উদ্দিন আজমী আল আজহারী ও মাওলানা নূরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com