স্টাফ রিপোর্টার ॥ শান্তি-সম্প্রীতি সুরক্ষা, সন্ত্রাসমুক্ত সহনশীল সমাজ গঠনে নাগরিক প্ল্যাটফর্ম ও যুবদের সম্পৃক্ততা বিষয়ে হবিগঞ্জ জেলায় নাগরিক প্লাটফর্ম-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
গতকাল ৩১ আগষ্ট শনিবার স্থানীয় স্কাই কিং রেস্টুরেন্টে বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে “আস্থা” প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা নাগরিক প্লাটফর্ম এর আহ্বায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ ইকরামুল ওয়াদুদ। নাগরিক প্ল্যাটফর্মের সদস্য সচিব বন্ধু মঙ্গল রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ জাহানা আরা খাতুন, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস এর সম্পাদক মোঃ ফজলুর রহমান, জালাল উদ্দিন রুমি, এডঃ শায়লা খান, হারুন সিদ্দিকী, ইয়াসিনুল হক, চাঁদ সুলতানা চৌধুরী, মোহাম্মদ বাহার উদ্দিন, ফারুক আহম্মদ, মোঃ শাহ আলম বুলবুল, মিজানুর রহমান। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন রূপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী কাজী মফিজুর রহমান।
সভায় বক্তারা বলেন, আমরা এখন একটি পরিবর্তনের রূপরেখায় যুবদেরকে দেখতে চাই। যুবরা নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে নতুন করে সাজানোর উদ্যোগ নিচ্ছে। বর্তমানে যুবরা অনেক ভাল ভাল কাজ করে দেশের সুনাম বয়ে আনছে। তাদেরকে সঠিক দিকনির্দেশনা দিতে পারলে দেশে সফলতা আসবে। বক্তারা, যুব ফোরামের সদস্যদের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের হুইসেল ব্লোয়ার যারা রয়েছেন তাদেরকেও সক্রিয় করা হলে তারা সামাজিক সম্প্রীতি সুরক্ষায় কাজ করবে।