রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জে ভরা মৌসুমেও মিলছে না দেশীয় প্রজাতির মাছ ॥ অস্তিত্ব সংকটে

  • আপডেট টাইম শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নদী, হাওর ও খালবিলে এক সময় প্রচুর দেশীয় মাছ পাওয়া যেত। এখানে উৎপাদিত মাছ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হতো। বর্ষা মৌসুমে হাওরে দেরিতে পানি আসা, নদী দূষণ, নাব্য সংকট, নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার, কীটনাশকের অবাধ ব্যবহারসহ নানা কারণে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ।
এতে করে ভরা মৌসুমেও স্থানীয় বাজারে আর দেখা মিলছে না দেশীয় প্রজাতির মাছের। তবে বিলুপ্ত হওয়ার পথে নানা প্রজাতির দেশীয় মাছ রায় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।
হবিগঞ্জ হাওরাঞ্চলের জেলা হওয়ায় এক সময় এ জেলায় মাছের প্রাচুর্য ছিল। জেলার নদী, হাওর, খালবিলে প্রচুর পরিমাণে পাওয়া যেত রুই, কাতলা, বোয়াল, চিতল, পাবদা, শিং, কই, খলিশা, বাইমসহ দেশীয় প্রজাতির প্রায় সব ধরনের মাছ। কিন্তু সময়ের ব্যবধানে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির নানা মাছ। দিন দিন নাব্য কমছে কুশিয়ারা, কালনি, খোয়াই, করাঙ্গী, ধলেশ্বরীসহ জেলার প্রায় সব নদী ও খালবিলের। এ ছাড়া অবাধে পোনা নিধন, নিষিদ্ধ জাল ও কীটনাশকের অবাধ ব্যবহার, শিল্পকারখানার বর্জ্যে পানি দূষণের কারণে কমছে মাছের বংশ বিস্তার, ধ্বংস হয়ে যাচ্ছে জলজ প্রাণীর আবাসস্থল। এতে নানা প্রজাতির দেশীয় মাছ অস্তিত্ব সংকটে পড়েছে।
জেলেদের অভিযোগ, পানি দূষণসহ নানা কারণে এখন আর নদী, হাওর কিংবা খালবিলে মাছ পাওয়া যাচ্ছে না। এ ছাড়া অবাধে পোনা নিধনও সংকটের একটি অন্যতম কারণ। সরকার যদি দেশীয় প্রজাতির মাছ রায় কার্যকর কোনো উদ্যোগ না নেয়, তা হলে তা আরও কমে আসবে।
হিরেন্দ্র দাস নামে এক জেলে বলেন, বর্তমানে মাছ শিকারের যত পদ্ধতি রয়েছে, আগে তা ছিল না। এখন বিভিন্ন ধরনের জালের আবিষ্কার হয়েছে। যার ফলে হাওরের একেবারে তলদেশ থেকে শুরু করে ওপরের সব মাছ জেলেদের জালে ধরা পড়ছে। আলাল মিয়া নামে অপর একজন জেলের ভাষ্য, আগে মাছ নিধনে কীটনাশকের প্রয়োগ হতো না। বর্তমানে মাছ নিধনে কীটনাশকের ব্যবহার অনেক বেড়েছে। যার প্রভাব পড়ছে মাছের বংশ বিস্তারে।
জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য মতে, জেলায় প্রাকৃতিক জলাশয়ের পরিমাণ ৮১ হাজার ৬৭১ হেক্টর। ২০১২ সালে হবিগঞ্জে দেশীয় মাছের উৎপাদন ছিল ৩৩ হাজার ৬৯৩ টন, যা বর্তমানে এসে দাঁড়িয়েছে ১১ হাজার টনে। অর্থাৎ গেল এক দশকে প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন কমেছে ২২ হাজার টনেরও বেশি। তবে হাওরাঞ্চলের জলাশয়ে নানা প্রজাতির মাছ চাষের পরিমাণ অনেক বেড়েছে।
হবিগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার বলেন, দেশীয় মাছের প্রজনন বাড়াতে কাজ করছে সরকার। এ জন্য জেলেরা নিষিদ্ধ জাল দিয়ে যেন হাওরে মাছ না ধরতে পারে, সে জন্য জেলা মৎস্য বিভাগের অভিযান চলমান আছে। এ ছাড়া প্রতি বছরই বর্ষা মৌসুমে হাওরে পোনা অবমুক্ত করা হচ্ছে। তবে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com