স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আরডি হল সংলগ্ন পুরান মুন্সেফী পুকুরে পরিচ্ছন্নতা অভিযান করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল শুক্রবার ওই পুকুরের পাড় হতে আবর্জনা অপসারণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর টিপু আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরীসহ এলাকার ব্যবসায়ীবৃন্দ। পুকুরে ময়লা আবর্জনা না ফেলার জন্য এলাকাবাসীর প্রতি পৌরসভার পক্ষ হতে আহবান জানানো হয়। হবিগঞ্জ পৌরসভার পুকুরগুলো পর্যায়ক্রমে পরিচ্ছন্ন করা হবে বলেও উল্লেখ করা হয়।