মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং আইডিয়েল কলেজে চাঁন খানী ৫ মহল্লার পক্ষ থেকে কলেজটির উন্নয়ন কল্পে ১ লাখ টাকা নগদ অনুদান প্রদান করা হয়েছে। গতকাল কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়েছে কলেজ পরিচালনা পর্ষদ এর প্রতিষ্টাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়ার কাছে এ অনুদানের টাকা তুলেদেন চাঁনপাড়া ৫ মহল্লার সান সর্দার মোঃ আব্দুল মুকিত লস্কর। এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনসুর আলম ভূইয়া, কলেজ পরিচালনা পর্ষদ এর অন্যতম সদস্য সর্দার সাহেদ আলী, এসএম আলী আক্কাছ। ৫ মহল্লার পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমীর খানী মহল্লার সর্দার কাজী মকসুদ আলী শা, চাঁনপাড়া মহল্লার সর্দার মোঃ একরাম হোসেন। এসময় নেতৃবৃন্দ কলেজটির উন্নয়নকল্পে ভবিষ্যতেও তাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।