স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের জগদীশপুর চা বাগানে সুমাইয়া আক্তার (১৮) নামের এক যুবতীর মৃত্যু হয়েছে। কেউ বলছে আত্মহত্যা আবার কেউ বলছে প্রেমের বলি। এ নিয়ে চলছে নানান গুঞ্জন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় ঘরের তীরের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। পরে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেন। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। পুলিশ জানায়, সুমাইয়ার মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।