স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রাণীগাঁও গ্রামে আব্দুল মতিন (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে ব্যারিস্টার সুমনের পার্কের ভেতরে কাঁঠাল গাছের সাথে মতিন লাশ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিয়ে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। সে ওই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।