স্টাফ রিপোর্টার ॥ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ এবং অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণের চাল বিতরণ করেছে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান এ চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।
পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে এ চাল বিতরণ করা হয়। এই ত্রাণ সরকারী সহায়তা হিসেবে পৌর এলাকার ৯শ কার্ডধারীর মাঝে দেয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন- নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট সামিউর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম। কেন্দ্রে চাল বিতরণের সময় স্ব-স্ব ওয়ার্ড কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।