শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে টর্চ লাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ৫০ নবীগঞ্জে পাহাড় কাটা ॥ গভীর রাতে সেনাবাহিনীর অভিযান এক্সেভেটর-ট্রাকসহ আটক ৪ হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আরও একটি মামলা দায়ের নবীগঞ্জে এনায়েত খান মহিলা কলেজের উদ্যোগে প্রবাসীকে সংবর্ধনা প্রদান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ নাহিদুলকে লাখাইয়ে গ্রেফতার যুবদলের সাথে মতবিনিময় সভায় জিকে গউছ ॥ শেখ হাসিনা দেশে আসলে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে বাহুবলের বাবনাকান্দি গ্রামে এক ব্যক্তির লাশ উদ্ধার পরিবারের দাবি হত্যা লাখাই উপজেলা ওলামা দলের আংশিক কমিটি অনুমোদন সংবাদপত্র হকার্স সমিতির সভাপতির অর্থকড়ি ছিনতাই ॥ মামলা দায়ের প্রবাসী সাংবাদিক মুন্না, তছনু চৌধুরী ও ব্যবসায়ী ছোটন চৌধুরীকে নবীগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা

মাপজোকেই সীমাবদ্ধ পানিউমদা-শমসেরগঞ্জ সড়ক ॥ হচ্ছে না সংস্কার ॥ দুর্ভোগ চরমে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৪২ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা-শমসেরগঞ্জ সড়ক বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কের পুরো অংশজুরেই সৃষ্টি হয়েছে বড়-বড় গর্তের। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়কটি এখন মানুষের কাছে দুঃখ দুর্দশার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দুই জেলার লক্ষাধিক মানুষ। সড়কটি কয়েক দফা মাপজোক হলেও সংস্কার না হওয়ায় ক্ষোভ স্থানীয়দের মাঝে।
জানা যায়- হবিগঞ্জ-মৌলভীবাজার জেলার যাতায়াতের সংযোগ সড়ক নবীগঞ্জের পানিউমদা-শমসেরগঞ্জ সড়ক। এ সড়ক দুই জেলার লাধিক মানুষের চলাচলের একমাত্র অবলম্বন। গত ৩-৪ বছর ধরে সড়কের সাড়ে চার কিলোমিটার অংশজুড়ে সৃষ্টি হয়েছে বড়-বড় গর্তের। বর্তমানে সড়কটি চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই সড়কে ট্রাক-পিকআপ-সিএনজি ও ইজিবাইক উল্টে দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ফলে সড়কটি মানুষের কাছে দুঃখ দুর্দশার অন্যতম কারণ হয়ে দাড়িয়েছে। এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী, যাত্রীসাধারণসহ পরিবহন চালকদের। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চলাচলে পোহাতে হয় চরম ভোগান্তি। সড়কটি কয়েক দফা মাপজোক হলেও সংস্কার না হওয়ায় ক্ষোভ স্থানীয়দের মাঝে।
পানিউমদা টঙ্গীটিলা এলাকার রহমত আলী অভিযোগ করে বলেন- আমাদের এই রাস্তা এখন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে, প্রতিদিন ছোট বড় দুর্ঘটনার সম্মুখিন হতে হয়, কিছুদিন আগে সিএনজি উল্টে আমিসহ ৩ জন আহত হই, সিলেটের একটি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি। দ্রুত সড়কটি সংস্কার করা জরুরী।
পানিউমদা পূর্বপাড়া এলাকার আশফাক আহমেদ বলেন- আমাদের যাতায়াতের একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছেনা, ফলে প্রতিনিয়ত কষ্টে যাতায়াত করতে হয়। কয়দিন পর পর রাস্তা মাপজোক হয়, কিন্তু রাস্তা সংস্কার আর হয়না।
ষাটউর্ধ্ব রফিক আলী বলেন, সিএনজি অটোরিকশা দিয়ে এখন আর বাজারে যাইনা, রাস্তার যে অবস্থা সিএনজি দিয়ে গেলে রাতে সারা শরীরে ব্যথা করে, এজন্য ব্যথানাশক ট্যাবলেট খেতে হয়। তাই পায়ে হেটে বাজারে যাই।
খুর্শেদ আলী নামে এক পিকআপভ্যান চালক জানান- এইসড়ক দিয়ে যাতায়াত অনেক কষ্টকর, মালামাল নিয়ে চলাচল করা যায়না, হঠাৎ গাড়ি উল্টে যায়। তিনি বলেন, এই সড়ক দিয়ে যাতায়াতের ফলে মাস শেষে গাড়ির যন্ত্রপাতি ও ইঞ্জিনে সমস্যা হয়, মেরামত করতেও প্রচুর অর্থ ব্যয় হয়, সড়কটি দ্রুত সংস্কার হলে আমরা উপকৃত হই।
সিএনজি অটোরিকশা চলাক কদ্দুছ মিয়া বলেন- সড়কে বড়-বড় গর্তসৃষ্টি হওয়ায় এ সড়কে যাত্রী চলাচল কমে গেছে। তাই আগের মতো আয় রোজগার হয়না।
নবীগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. জোনায়েদ আলম বলেন- পানিউমদা-শমসেরগঞ্জ সড়ক সংস্কারের জন্য ইতিমধ্যে প্রাক্কলন পাঠানো হয়েছে, অনুমোদন হয়ে আসলে সংস্কার কাজ শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com