বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গের নাছিম আলী নামে এক ব্যক্তি কাজের সন্ধানে যশোহর গিয়ে নিখোঁজ হয়েছেন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে ওতার স্বজনরা সন্ধান পাচ্ছেননা। নিখোঁজ নাছিম আলী বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা কান্দিপাড়া হাটির বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে-নাছিম আলীসহ এলাকার ৩০/৩৫ লোক প্রায় সাড়ে চার মাস পূর্বে কর্মসংস্থানের উদ্দেশ্যে যশোহরের বাহাদুরপুর গ্রামে গিয়েছিল। সেখানে যাওয়ার এক মাস পর সঙ্গীয়দের থেকে নিখোজ হয়ে যান নাছিম আলী। সঙ্গীয় মন্দরী গ্রামের তার ভাগ্নে আলী নওয়াজ বহু খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি বলে তার স্ত্রী মুরসেদা বেগম জানিয়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানায় একটি জিডি করা হয়েছে। তার কোন সন্ধান পেলে হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ০১৭১৮২২৩১৬৮ নম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।