বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের লোকজনের মাঝে দু’দিনে ১০ ঘন্টা স্থায়ী সংঘর্ষের ঘটনায় ৪ শতাধিক লোক আহত হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৭টায় দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়ে তা চলে রাত ১২টা পর্যন্ত। প্রায় ১০ ঘন্টা বিরতি দিয়ে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পূনরায় শুরু হওয়া সংঘর্ষ চলে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। দু’দিনে ১০ ঘন্টা স্থায়ী সংঘর্ষে উভয় পক্ষে অন্ততঃ চার শতাধিক লোক আহত হয়ে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আহতদের বাহুবল, হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যার পর বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাও গ্রামের এক শিশুর সাথে পার্শ্ববর্তী লামাতাসী ইউনিয়নের লামাতাসী গ্রামের অপর এক শিশুর ঝগড়া ও মারামারি হয়। এ ঘটনার জের ধরে সোমবার সন্ধ্যা ৭টার দিকে বানিয়াগাঁও ও তাদের আশপাশের কয়েকটি গ্রাম এবং লামাতাসী ও তাদের আশপাশের কয়েকটি গ্রামের লোকজন দু’টি দলে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষটি মিরপুর বাজার থেকে শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর চৌমুহনী পর্যন্ত বিস্তার লাভ করে। রাত ১২টা পর্যন্ত চলতে থাকা এ সংঘর্ষে উভয় পক্ষে দেড় শতাধিক লোক আহত হয়। আহতদের রাতেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়ক কয়েকঘন্টা অবরুদ্ধ থাকে। ফলে রাস্তার উভয় পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় একই ঘটনার জের ধরে একই স্থানে উভয় পক্ষ পূনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয় গণ্যমানা ব্যক্তি, পুলিশ ও সেনাবাহিনীর প্রচেষ্টায় বিকাল সাড়ে ৩টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। এ দিন আরো অন্ততঃ ২ শতাধিক লোক আহত হয়েছে। আহতদের বাহুবল ও হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়ক অবরুদ্ধ থাকে। ফলে রাস্তার উভয় পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে। এতে দুরপাল্লার যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েন। বর্তমানে মিরপুর বাজারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, আমি পায়ে আঘাত পেয়েছি। পা কিছু অংশ কেটে গেছে। হয়তো কাঁচ ঢুকেছে। এখন সিলেট যাচ্ছি। বতর্মানে পরিস্থিতি শান্ত আছে। তিনি বলেন, সারাদিন তাদের থামাতে অনেক চেষ্টা করেছি। কিন্তু সম্ভব হচ্ছিলনা। এ ঘটনায় আর কোন পুলিশ আহত হয়নি।