প্রেস বিজ্ঞপ্তি ॥ শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ইকবাল সরকারের অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি লাভ করায় অভিনন্দন জানানো হয়েছে। গতকাল পত্রিকা প্রদত্ত এক বিজ্ঞপ্তিতে তাঁকে এ অভিনন্দন জানানো হয়েছে। তিনি বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের এর চানপুর গ্রামের বাসিন্দা। তিনি ১৮তম বিসিএস এর মাধ্যমে সরকারী চাকুরীতে যোগদান করেন। তাঁর পিতা নজির উদ্দিন আহমেদ চৌধুরী বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। তাঁর বড় ভাই শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী কামাল স্বাস্থ্য অধিদপ্তরের এর অবসর প্রাপ্ত কর্মকর্তা ছিলেন। আরেক ভাই গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী বৃন্দাবন সরকারী কলেজের সহযোগি অধ্যাপক হিসেবে ব্যবস্থাপনা বিভাগে প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি ১৭তম বিসিএস-এর মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগদান করেন।