স্টাফ রিপোর্টার ॥ বাহুবল কলেজ শিক্ষার্থী এবং রোভার স্কাউটস সদস্যদের উদ্যোগে মৌলভীবাজার সদর, কমলগঞ্জ ও রাজনগর উপজেলার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার সকালে বাহুবল কলেজ থেকে ত্রান সামগ্রী নিয়ে মৌলভীবাজার জেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। সেখানে পৌঁছে মৌলভীবাজার সদর, কমলগঞ্জ ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বাহুবল কলেজের শিক্ষার্থীরা জানান-বাহুবল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হাট-বাজারে জনসংযোগ চালিয়ে শিক্ষার্থী এবং সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে আমরা বন্যার্তদের পাশে দাড়িয়েছি। সবার প্রতি আহ্বান থাকবে সবাই বন্যার্তদের পাশে দাঁড়ান।