বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

ঝুঁকির মুখে পড়েছে ৫৭৩ কোটি টাকার কুশিয়ারা নদীর তীর প্রতিরক্ষা প্রকল্প

  • আপডেট টাইম সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চলমান বন্যা পরিস্থিতিতে দেশের উল্লেখযোগ্য নদীগুলোতে বেড়েছে পানি। একই অবস্থা নবীগঞ্জ উপজেলা-সংলগ্ন কুশিয়ারা নদীরও। কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত ছিল। তীর উপচে পড়ায় প্লাবিত হচ্ছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। এমন পরিস্থিতিতে ঝুঁকির মুখে পড়েছে কুশিয়ারা নদীর তীর প্রতিরক্ষা প্রকল্পের বাঁধ বা কুশিয়ারা ডাইক। রাধাপুর গ্রামের নানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে ডাইকে ব্যাপক ফাটলের সৃষ্টি হয়েছে। অপর অংশ দিয়ে ডাইকের ভেতরে পানি প্রবেশ করার খবর পাওয়া গেছে। পাউবো জানায়, পানি প্রবেশের ফলে বড় ধরনের ভাঙনে নবীগঞ্জের ৮ থেকে ৯টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ সরেজমিন পরিদর্শন করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া জানান, কুশিয়ারা নদী উপচে তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়েছে। ডাইকে ফাটলের পাশাপাশি একটি অংশে পানি ভেতরে ঢুকছে। স্থানীয়ভাবে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। নদীর তীরবর্তী প্রায় ১০টি গ্রামে ঢুকছে নদীর পানি। অন্যান্য এলাকা থেকেও ডাইকে ফাটল ও পানি প্রবেশের খবর পাওয়া গেছে।
এদিকে চলমান পরিস্থিতিতে কুশিয়ারা নদীর তীর প্রতিরক্ষা প্রকল্পের আওতায় ডাইক নির্মাণের কাজে অনিয়ম ও দুর্নীতির বিষয়টি আবারও আলোচনায় এসেছে। স্থানীয়রা বলছেন, এ প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। প্রকল্পের ৫৭৩ কোটি টাকার কাজ নিয়ে গত সরকারের প্রভাবশালীরা নয়ছয় করেছেন। কাজ হয়েছে দায়সারা। যার ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কার্যকর কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্টরা। এসব অভিযোগ আমলে নিয়ে প্রকল্পের অনিয়ম তদন্তের দাবিও করেছেন তারা।
কুশিয়ারা প্রতিরক্ষা প্রকল্পের বাঁধটি নড়বড়ে অবস্থায় রয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের পাশাপাশি কাজ করা হয়েছে দায়সারাভাবে। অল্প সময়েই বাঁধের বিভিন্ন স্থানে ফাটল ও ভাঙন সৃষ্টিতে নির্মাণ কাজের দুর্বলতা দৃশ্যমান। এ নিয়ে আতঙ্কে আছেন হবিগঞ্জ জেলার ভাটি অঞ্চলের মানুষ।
নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে কাজ শেষ হওয়ার আগেই ৫৭৩ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের দুর্বলতা নজরে আসে। প্রতিরক্ষা বাঁধটির গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থান দেবে গিয়ে বাঁধের গায়ে ফাটল দেখা দেয়। এ সময় সংবাদ প্রকাশিত হলে দায়িত্বশীল পর্যায় থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয়দের অভিযোগ, কাজ শুরুর পর থেকে কুশিয়ারা নদীর তীর প্রতিরক্ষায় ব্লক নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে। মাটিমিশ্রিত বালু, মরা নুড়ি পাথর, ছোট পাথরের জায়গায় বড় পাথর, গোটা পাথর, ইটের খোয়ার মিশ্রণ ব্যবহার এবং মিশ্রণে সঠিক মাত্রার সিমেন্ট ও বালু ব্যবহার না করার অভিযোগ রয়েছে। প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে এসব কাজে দুর্নীতি আর অনিয়ম করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সরকার দলীয নেতাদের আশ্রয় প্রশ্রয় রয়েছে।
শেরপুর এলাকার জুয়েল আহমদ বলেন, জনস্বার্থে প্রকল্প করা আর প্রকল্পের নামে অর্থলুটের ক্ষেত্র সৃষ্টি করা এক কথা নয়। কুশিয়ারা ডাইকের ক্ষেত্রে সেটিই ঘটেছে।
এদিকে লামা তাজপুরের খোয়াজ উল্লাহ ডাইক নির্মাণে অনিয়মের কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রতিবাদ কার কাছে করতাম? কে শুনত কথা? রক্ষকই ভক্ষক হয়ে অর্ধ হাজার কোটি টাকার প্রকল্পে লুটপাট চালিয়েছে দুর্নীতিবাজদের সঙ্গে নিয়ে। কথা বলতে গেলে মিথ্যা মামলায় শেষ করে দিত। আমরা ধৈর্য ধরেছি সময়ের অপেক্ষায়। সময় এসেছে, প্রকল্প লুটেরাদের বিরুদ্ধে আওয়াজ তোলার।’
নবীগঞ্জ উপজেলা সদ্য সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু জানান, কুশিয়ারা ডাইক নির্মাণ কাজে প্রকাশ্যে অনিয়ম হয়েছে। মানুষের টাকা লুট করা হয়েছে। এই প্রকল্পের সব হিসাব আদায় করার পাশাপাশি প্রমাণ সাপেক্ষে দুর্নীতি ও অনিয়মের ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, ‘কুশিয়ারা নদীর উভয় তীর সংরক্ষণ প্রকল্পের কাজ কয়েকটি প্যাকেজের মাধ্যমে চলমান রয়েছে। এ কাজগুলো মূলত নদী ভাঙন রোধে করা হচ্ছে। এটা ভালো অবস্থায় আছে।’ তবে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের কাজে অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গ আসতেই উত্তেজিত হয়ে ওঠেন ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘দুই বছর ধরে সাংবাদিকরা শুধু অনিয়মের কথা বলে যাচ্ছেন। কোথাও সমস্যা হয়নি। আমরা কোনো অনিয়ম পাইনি। চলমান কাজ নিয়মিত তদারক করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com