স্টাফ রিপোর্টার ॥ স্কুলের টাকা আত্মসাৎ, সার্টিফিকেট বাণিজ্য, নিয়োগ বানিজ্য, দায়িত্বে অবহেলা, প্রভাব খাটানোসহ একের পর এক মনগড়া সিদ্ধান্ত, বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করা, অদূরদর্শিতা ও নানা অনিয়মের অভিযোগে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে পদত্যাগ করেছেন নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা মান্নান চৌধুরী (এমসি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন। গতকাল রবিবার তিনি শারীরিক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেন। জানা যায়, যোগদানের পর থেকেই স্কুলের টাকা আত্মসাৎ, সার্টিফিকেট বাণিজ্য, নিয়োগ বানিজ্য, দায়িত্বে অবহেলা, প্রভাব খাটানোসহ একের পর এক মনগড়া সিদ্ধান্ত, বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করা, অদূরদর্শিতা ও নানা অনিয়মের কারণে দীর্ঘদিন ধরেই তাকে নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এসব অভিযোগে এর আগে একবার বহিস্কারও হয়েছিলেন তিনি। তার নানা অনিয়ম দূর্নীতি নিয়ে এর আগে গত ২১ আগস্ট বুধবার স্থানীয় একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজড়ে আসে ছাত্র-জনতার। এর পর বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেন তিনি। গতকাল রবিবার ২৫ আগস্ট স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন স্কুলে তার পদত্যাগের দাবী করে বিভিন্ন স্লোগান দেন। পরে সেনাবাহিনী ও কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান স্কুলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন। পরে স্কুলের সভাপতি বরাবর তিনি নিজ হাতে লিখিত এক পত্রে পদত্যাগ করেন।