স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়নের অন্তর্গত শাহজীবাজার গ্যাস ফিল্ড ও দরগা গেইটের মাঝামাঝি স্থানে অজ্ঞাত গাড়ীর চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। গতকাল রবিবার বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুর্লিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ লাশের পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।