স্টাফ রিপোর্টার ॥ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে লাখাই উপজেলার বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরীর পদত্যাগ দাবী করেছেন শিক্ষার্থীরা। গতকাল রবিবার সকাল ১১টার দিকে স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেন তারা। পরে তারা লাখাই বামৈ সড়ক অবরোধ করে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় সড়কের দু’পাশে আটকা পড়ে অনেক যানবাহন। তীব্র ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষদের। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জানা গেছে, বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী এর বিরুদ্ধে শিক্ষার্থীর কাছ থেকে নানা অজুহাতে অতিরিক্ত টাকা আদায়সহ স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠে। মাসুক মিয়া নামে এক ভোক্তভুগির শিক্ষার্থীর পিতা সম্প্রতি বিধিমালা বহির্ভূত টাকা দাবীর অভিযোগ এনে একটি লিখিত অভিযোগও দায়ের করেন। গত ১৫ জুলাই লিখিত অভিযোগটি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে মাঠে নামেন শিক্ষার্থীরা। স্কুল প্রাঙ্গণে বিক্ষোভের পর তারা লাখাই বামৈ সড়ক অবরোধ করে আগুণ ধরিয়ে দেয়।
অভিযোগের বিষয়ে বার বার ফোন দিলেও বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী ফোন রিসিভ করেননি। এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা জানান, পূর্বের অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত রিপোর্ট পেলে এবং শিক্ষার্থীদের দাবীর বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।