বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে গাছের সাথে ফাঁস লাগিয়ে শামিনা নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। গতকাল শনিবার দুপুরে পুলিশ ওই কিশোরীর লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বাহুবল উপজেলার টিলাবাড়ি প্রকাশিত রামপুর গ্রামের মৃত মরম আলীর কন্যা শামিনা (১৪) শুক্রবার রাত ৩টার দিকে সকলের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে আর বাড়িতে ফিরে আসেনি। সকালে বাড়ি থেকে প্রায় আধাকিলোমিটার দূরে চাচা তাহির মিয়ার বাড়ির নিকটে একটি গাছের ডালে শামিনা’র লাশ ঝুলে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। নিহতের পরিবারের সদস্যরা দাবি করেছে, শামিনা কিছুটা মস্তিষ্ক বিকৃত ছিল। প্রায় রাতেই শামিনা বাড়ি থেকে বের হয়ে যেত। পরিবারের লোকজন তার উপর ভুত-প্রেতের আছর আছে বলেই মনে করে আসছে। এ বিশ্বাস থেকে মোল্লা-কবিরাজ ডেকে ঝাড়-ফুঁঁকও দেয়া হয়েছে। তারা আরো দাবি করে, শুক্রবার রাতেও সে সকলের অগোচরে বাড়ি থেকে বের হয়ে গিয়ে তারই চাচার বাড়ির নিকটবর্তী একটি গাছের ডালের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
স্থানীয় সূত্র জানিয়েছে, কিশোরী শামিনা বাহুবল সদরের একটি হাইস্কুলে ৭ম শ্রেণীতে পড়াশুনা করতো। সম্প্রতি সে লেখাপড়া ছেড়ে দিলে পরিবারের লোকজন তাকে বিয়ে দেয়ার চিন্তা-ভাবনা শুরু করেছিল। আগামী রোববার শামিনা’র বিয়ে ঠিক হওয়ার কথা ছিল। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার এসআই খায়রুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।